জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, খুলনার প্রধান কাজ জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করা। সে লক্ষ্যে জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, খুলনার চলতি ২০২২-২৩ অর্থবছরে জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে সঞ্চয় আহরণের লক্ষ্যমাত্রা ২১৬৫ কোটি টাকা; যার বিপরীতে অর্থবছরের অর্জন ৮২১.৭০ কোটি টাকা (মে/২০২৩ খ্রিঃ পর্যন্ত), যা লক্ষ্যমাত্রার ৩৭.৯৫ শতাংশ। গত ২০২১-২২ ও ২০২০-২১ অর্থবছরে জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে সঞ্চয় আহরণের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ১৫৮৮ ও ১৩১৭ কোটি টাকা; যার বিপরীতে অর্জন যথাক্রমে ১০৬৭ ও ১০১০ কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার ৬৭.১৯ ও ৭৭ শতাংশ। বিগত বছরগুলোতেও লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের এ ধারা ছিল সন্তোষজনক। জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, খুলনার অফিসগৃহটি ০১ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিঃ তারিখে পুরাতন জরাজীর্ণ অফিস হতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ভবনে স্থানান্তর করা হয়। তাছাড়া বিগত ০২ নভেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, খুলনার অফিস ভবনসহ জাতীয় সঞ্চয় একাডেমী (প্রশিক্ষন একাডেমী) নির্মানের জন্য বিভাগীয় কমিশনার কর্তৃক ০.৩৩ একর জমি নির্বাচন করে সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে। Public Works Department, Division-1 Khulna কর্তৃক বিগত ১৫-০২-২০২৩ খ্রিঃ তারিখে ডিজিটাল সার্ভের কাজ সম্পাদন করা হয়েছে। সঞ্চয় সেবা জনগণের দোড়গোড়ায় পৌছানোর নিমিত্ত ১৫ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে যশোর রোড, দৌলতপুর, খুলনায় জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, খুলনার উদ্বোধন করা হয়।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS