সঞ্চয় সপ্তাহ-২০২০:
২০১৯-২০২০ অর্থ বছরে ১৮ জানুয়ারি-২৪ জানুয়ারি, ২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত দেশব্যাপী ‘‘সঞ্চয় সপ্তাহ-২০২০’’ উদযাপিত হয়। সঞ্চয় সপ্তাহ -২০২০ পালন উপলক্ষে জাতীয় সঞ্চয় অধিদপ্তর বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। যেমন- প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া ও মোবাইল ফোনে সঞ্চয় উদ্বুদ্ধকরণ বার্তা প্রচার করা হয়। ‘‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’’ এ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে প্রধান কার্যালয়সহ সারাদেশে একযোগে পালিত হয়েছে সঞ্চয় সপ্তাহ-২০২০। সঞ্চয় সপ্তাহ-২০২০ চলাকালীন জেলার সকল গুরম্নত্বপূর্ণ স্থানে ব্যানার, পোষ্টার এর মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে একটি মনোজ্ঞ র্যালির মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম মহোদয়। এছাড়া সারা দেশব্যাপী সরকারী-বেসরকারী অফিস সমূহ, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবীদের মাঝে, বাড়ী বাড়ী সঞ্চয় অভিযান উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস